English

সুকান্ত কুণ্ডু প্রথম বাংলাদেশি, আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৪ এ ভূষিত

সুকান্ত  কুণ্ডু প্রথম বাংলাদেশি, আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৪ এ ভূষিত

এডিটোরিয়ালজিই মিডিয়া লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সুকান্ত কুণ্ডু সম্প্রতি সিএক্সও ২.০ কনফারেন্স আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৪ এর জন্য নির্বাচিত হয়েছেন। তিনিই প্রথম বাংলাদেশি যিনি এ মর্যাদাপূর্ণ  পুরস্কারের জন্য নির্বাচিত হলেন।

আগামী ২০২৪ সালের ২০-২২ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের হোটেল ইন্টারকন্টিনেন্টালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেয়া হবে বলে জানা যায়।

তিনি এডিটোরিয়ালজিই ডট কম (www.editorialge.com) নামের একটি অনলাইন প্লাটফর্ম নিয়ে কাজ শুরু করেন ২০১৯ সালের ৩০ অক্টোবর। বর্তমানে এ ওয়েবসাইটটি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারতের পাঠকের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। কর্মক্ষেত্রে সুকান্ত কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, বিজ্ঞাপন, ডেভেলপমেন্টসহ আরও অনেক পেশার ফ্রিল্যান্সদের জন্য সুযোগ তৈরি করেছেন। এডিটোরিয়ালজিই বিশ্বব্যাপী শতাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থান করেছে। তিনি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে লেখক এবং সাংবাদিক হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি কবিতা, ছোটগল্প, কলাম এবং উপন্যাস লিখছেন।

সুকান্ত কুণ্ডু বলেন, পুরস্কার প্রাপ্তির এই কৃতিত্ব কর্মক্ষেত্রে একজন উদ্যোক্তা হিসেবে তাকে আরো কঠোর পরিশ্রমী হতে অনুপ্রাণিত করবে। তার এ সাফল্য তরুণ উদ্যোক্তাদের সাহসীকতা নিয়ে কাজ করতেও উৎসাহিত করবে। তিনি আরও বলেন, মর্যাদাপূর্ণ এ পুরস্কার প্রাপ্তিতে অন্যরাও আরো বেশি উৎসাহী হবে। এ সম্মান পেয়ে আমি বাংলাদেশী হিসেবে গর্বিত। এ পুরস্কারটি আমার কাজের সঙ্গে জড়িত দেশী বিদেশী সকল সহযোদ্ধা, সহকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে উৎসর্গ করেছি।