English

মেয়েদের জন্য ফ্রিল্যান্সিং একটি সম্মানজনক পেশা

মেয়েদের জন্য ফ্রিল্যান্সিং একটি সম্মানজনক পেশা

সাক্ষাৎকার দিয়েছেন ওয়েব ডিজাইন এন্ড ডেভলপার, গ্রাফিক ডিজাইনার ফ্রিল্যান্সার মোসা. আলজা 

সাক্ষাৎকার নেয়া হয়েছে ডিজিটাল গ্রাম এর পক্ষ থেকে এবং  সাক্ষাৎকার দিয়েছেন ওয়েব ডিজাইন এন্ড ডেভলপার, গ্রাফিক  ডিজাইনার  ফ্রিল্যান্সার মোসা. আলজা, রাজশাহী। তার ইচ্ছা তিনি আইসিটি প্রতিষ্ঠান করবেন যেখানে শত শত মেয়েরা প্রশিক্ষণ  নিয়ে নিজেরা স্বাবলম্বী হবেন এবং দেশে  প্রচুর বৈদেশিক মুদ্রা আহরিত হবে। যারা ফ্রিল্যান্সিং পেশায় কাজ করেন তাদের জন্য সরকারিভাবে যদি কম মূল্যে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করার সুবিধা দেয়া হয় সে বিষয়ে সদাশয় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী মহোদয় জনাব জুনাইদ আহমদ পলক সাহেবের সুদৃষ্টি কামনা করেন।   

ডিজি গ্রামঃ শুভ সকাল। আপনি কেমন আছেন। ফ্রিল্যান্সিংয়ের কাজের বিষয় আপনার কাছে কিছু প্রশ্ন করছি?  আপনার নাম, জেলা এবং কিভাবে ফ্রিল্যান্সিং পেশায় আসেন। কোন কোন মার্কেট প্লেসে কাজ করেন।

আলজাঃ শুভ সকাল। আলহামদুলিল্লাহ। আমি রাজশাহী সরকারি কলেজে মার্স্টারসে পড়াশুনা করছি এবং রাজশাহী জেলায় বসবাস করি। পড়াশুনার পাশাপাশি করোনাকালীন সময়ে ২০২০ সালে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট (LEDP) এর সার্কুলার দেখে ওয়েব ডিজাইন এন্ড ডেভলপমেন্ট কোর্সে ভর্তি হই। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সিংয়ের কাজ শুরু করি।  

এখন আমি ওয়েব ডিজাইন এন্ড ডেভলপমেন্ট এবং গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছি। freelancer.com, fiverr.com, upwork.com মার্কেটপ্লেসে কাজ করি। গ্রাফিক ডিজাইন, ওয়ার্ডপ্রেস এর পাশাপাশি shopify শিখছি এছাড়াও আমি  ভিডিও  এডিটিংও  শিখতে চাই।

ডিজি গ্রামঃ এ পেশায় কেন কিভাবে আসেন। আপনার মাসিক আয় কত ডলার।

আলজাঃ ইউটিউবে বিভিন্ন রকম সফলতার গল্প দেখে এ কাজে আসার জন্য আমার আগ্রহ জাগে এবং আমার সব সময় চিন্তা ছিল ভালো কিছু করতে হবে এবং আমাকেও সফল হতে হবে।

প্রথম দিকে মাসিক আয় ২০/২৫ ডলার ছিল কিন্ত আমি হতাশ হইনি।  ধৈর্য্য নিয়ে কাজ করছি, এখন ৫০০ থেকে ৭০০ ডলার আয় করছি। 

আমি মেয়ে বলে ঘরে বসে সম্মানজনক কিছু করতে পারবো এজন্যই ফ্রিল্যান্সিং অনেক ভালো লেগেছিল । আমাকে বাইরে যেতে হয় না কারো মুখাপেক্ষি হতে হয় না। আমার রুমকে আমার অফিস হিসেবে  মনে করছি। আমি কারো মুখেপেক্ষি হয়ে কাজ করছিনা। 

ডিজি গ্রামঃ আলজা, আপনি কি মনে করেন মেয়েদের জন্য এ পেশাটা সম্মানজনক।

আলজাঃ হ্যাঁ আমি মনে করি ফ্রিল্যান্সিং পেশা মেয়েদের জন্য সম্মানজনক।  অবিবাহিত বা বিবাহিত মেয়েদের জন্য অবশ্যই ভালো একটা পেশা হতে পারে। মেয়েরা যদি নিজেরা স্কিল ডেভেলপমেন্ট করে ধৈর্য ধরে কাজ করতে থাকে তাহলে ফ্রিল্যান্সিং এ অবশ্যই সফলতা আসবে এবং নিজেরা একটু বেশি পরিশ্রম  করলে অনেক ভালো কিছু করা সম্ভব । যেহেতু নিরাপদে ঘরে বসেই নিশ্চিন্তে কাজ করতে পারছে এর চেয়ে ভালো কি আর হতে পারে।

ডিজি গ্রামঃ আলজা আপনি ইন্টারনেট স্পীড নিয়ে কিছু বলেন। 

আলজাঃ আমরা যে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করি তার স্পীড অন্যান্য দেশের তুলনায়  অনেক স্লো।  কোন ফাইল আপলোড করার সময় তা দ্রুত আপলোড হয় না। আমরা যারা ফ্রিল্যান্সিং কাজ করি তাদের জন্য সরকারিভাবে যদি কম মূল্যে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করার সুবিধা দেয়া হয় সে বিষয়ে সদাশয় সরকারের  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী মহোদয় জনাব জুনাইদ আহমদ পলক সাহেবের সুদৃষ্টি কামনা করছি।   

ডিজি গ্রামঃ আলজা আপনার ভবিষ্যৎ ইচ্ছা কি?

আলজাঃ আমার ভবিষ্যৎ ইচ্ছা আমি নিজে যা শিখেছি তা অন্যদেরকে শিখাবো এবং আইসিটি প্রতিষ্ঠান করে মেয়েদের প্রশিক্ষণ দিতে চাই। যেহেতু আমাদের দেশের মেয়েরা অনেক পিছিয়ে আছে তাই তাদের অগ্রাধিকার দিয়ে শিখাতে চাই।

ডিজি গ্রামঃ পেপল থাকলে কি সুবিধা হতো।

আলজাঃ পেপাল থাকলে বেশী কাজ পাওয়া যেত। কেননা বিদেশী ক্লাইন্টেরা বেশির ভাগই পেপাল অ্যাকাউন্টের কথা জানতে চায়। কিন্তু আমি তা দিতে পারি না। ফলে অনেক ক্লাইন্ট পেমেন্ট করতে অসুবিধা বোধ করেন। পেপাল থাকলে আমরা আমাদের কাজের টাকা সরাসরি খুব সহজে দেশে আনতে পারতাম ফলে আমাদের দেশেরও আরো উন্নতি হতো। 

 ডিজি গ্রামঃ আপনাকে ধন্যবাদ।

আলজাঃ প্রযুক্তি উন্নয়নের কথা বলে এ স্লোগান নিয়ে  ডিজিটাল গ্রাম আরো এগিয়ে যাবে। ধন্যবাদ ডিজিটাল গ্রাম।