বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং পাম নেদারল্যান্ডসের সিনিয়র বিশেষজ্ঞরা যৌথভাবে বেসিস মিলনায়তনে আইসিটি কোম্পানিগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পণ্য ও পরিষেবা বিকাশে সহায্য করার লক্ষ্যে 'কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)' এর উপর নয় দিনের এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। প্রশিক্ষণটি ১৩ মার্চ, ২০২৩ থেকে শুরু হয়ে ২১ মার্চ, ২০২৩ শেষ হয়। ছয়টি শীর্ষস্থানীয় আইটি কোম্পানির মোট ১২ জন প্রশিক্সণে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কিভাবে তাদের নিজস্ব কোম্পানির ব্যবসায়িক কৌশলগুলি তৈরি করতে হয় তা শিখেছে এবং তারা তাদের প্রশিক্ষণ অনুযায়ী একটি ব্যবসায়িক মডেল তৈরি করেন।
প্রশিক্ষণের শেষ দিন ২১ মার্চ বেসিসের সহ-সভাপতি (প্রশাসন) জনাব আবু দাউদ খান সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন। তিনি প্রশিক্ষকদের ধন্যবাদ জানান এবং বলেন যে, এই ধরনের প্রশিক্ষণ তথ্যপ্রযুক্তি শিল্পকে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পণ্য ও পরিষেবা বিকাশে সহায়তা করবে। তিনি আরও আশা প্রকাশ করেন এই প্রশিক্ষণ থেকে বেসিস সদস্যরা উপকৃত হবেন। সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানটি পরিচালনা করেন বেসিসের সচিব জনাব হাশিম আহমেদ। প্রশিক্ষণ সমন্বয়কারী বিআইটিএম এর খালেদা বেগম।
প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন পাম নেদারল্যান্ডস থেকে জনাব মিশেল কুপার্স, জনাব ক্লদ এনদাবারাসা এবং জনাব পল শ্রেউডার এ তিনজন প্রশিক্ষক। উল্লেখ্য, পাম নেদারল্যান্ডস এবং বেসিস একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে যেখানে পাম নেদারল্যান্ডস বিটুবি ম্যাচমেকিং, সিনিয়র প্রশিক্ষকদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে বেসিসের সদস্য কোম্পানীগুলোকে প্রশিক্ষণ এবং কিছু পরিষেবা প্রদান করবে।
লিডস কর্পোরেশন লিমিটেড, এমএফ এশিয়া লিমিটেড, মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন লিমিটেড, আরটিসি হাবস লিমিটেড, সফটওয়্যার শপ লিমিটেড এবং টিএমএসএস আইসিটি লিমিটেড থেকে মোট ১২ জন এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।