English

ফ্রিল্যান্সিং এ সফলতা আমার মায়ের জন্য

ফ্রিল্যান্সিং এ সফলতা আমার মায়ের জন্য

জি এম মনিরুজ্জামান:

আমি এসএসসি পরীক্ষা শেষে ৩ মাস মেয়াদী কম্পিউটার কোর্সে ভর্তি হই এবং কৃতিত্বের সহিত সমাপ্ত করি। কিন্তু এ সার্টিফিকেট দিয়ে স্কুল কলেজের কম্পিউটার বিষয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া যেতনা বলে পরবর্তীতে ৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে স্থায়ী কর্মসংস্থানের জন্য বহু চেষ্টার পরে ২০০৮ সালে প্রথম কর্মসংস্থানের ব্যবস্থা হয়। পরীক্ষায় ভালো ফলাফল করেও উচ্চতর পদে নিয়োগ না পাওয়ার বেদনা, রাগ, অভিমান ও হতাশা দিন দিন মনের মধ্যে দানা বাঁধতে থাকে। হতাশার এক পর্যায়ে ফ্রিল্যান্সিং জীবনে প্রবেশ করি। প্রথমে একটি কাজে ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকার ক্ষতি হয়।

এ আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে এবং দক্ষ ফিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট প্রশিক্ষণ গ্রহণ করি এবং সাফল্যের সহিত সমাপ্ত করি। কিন্তু ইন্টারনেট এবং ভালো মেন্টর না থাকায় প্রশিক্ষণের বিষয়বস্তু কাজে লাগাতে পারিনি। উল্লেখ্য, সাংসারিক অশান্তি ও আর্থিক সংকট দূর করতে ২০১২ সালের ডিসেম্বর ODESK এ কাজ শুরু করি। দীর্ঘ সময় অধ্যাবসায় ও চেষ্টার ফলে ২০১৩ সালের সালেনিজতে কাজ পাওয়ার মাধ্যমে ফ্রিল্যান্সিং জীবনে প্রবেশের সুযোগ হয়। শুরুতে কয়েক মাস সামান্য ইনকাম হলেও প্রায় ৬/৭ মাস পরে মাসে আনুমানিক ২০,০০০/-(বিশ হাজার) টাকা ইনকাম হতো এবং এই ধারা ২০১৬ সাল পর্যন্ত চলে। ২০১৭ সালে মাত্র ৪০০ ডলার আয় হয়। নতুন কাজ পাওয়া বন্ধ হয়ে যায়। ২০২০ সাল পর্যন্ত ফ্রিল্যান্সিং থেকে কোন প্রকার ইনকাম করা সম্ভব হয়নি। ২০২০ সালে LEDP এর LEDP  Graphics Design প্রশিক্ষণ কোর্সে সফলভাবে প্রশিক্ষণ নেই। মেন্টর ছিলেন আমার প্রাণপ্রিয় ম্যাম সামিয়া হাওলাদার। তাঁর তত্ত¡াবধানে সফল ভাবে গ্রাফিক ডিজাইন প্রশিক্ষণ কোর্স সমাপ্ত শেষে অনেকদিন প্রাকটিস করার সুযোগ পাই। সেই সুবাদে নিজেকে দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে সক্ষম হই। তার সহযোগিতায় বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটের সন্ধান পাই। বর্তমানে বিভিন্ন মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট আছে। আজ আমি একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরে  আনন্দিত ও গর্বিত। এই সফলতায় আমার মায়ের অবদান সবচেয়ে  বেশী। প্রথম দিকে একটি কাজে ২০৪ ডলার এরপর ৬,০০০ ডলার (ছয় হাজার) ইনকাম করেছি। এ কাজে প্রতিবন্ধকতা হলো সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা না থাকা। সেমিনারের ব্যবস্থার মাধ্যমে বেকারদের ফ্রিল্যান্সিং পেশায় আসার জন্য সরকারি/বেসরকারিভাবে উদ্যোগ খুবই নগণ্য। অধিকাংশ প্রশিক্ষণ কোর্স অত্যাধিক ব্যয়বহুল হওয়ায় ও ঠকবাজদের দ্বারা প্রতারিত হওয়ার কারণে অনেকে ফ্রিল্যান্সিং করার আগ্রহ হারিয়ে ফেলেন এবং অর্জিত ইনকাম/রেমিট্যান্স দেশে আনার পথ সুগম না হওয়া।